বহরমপুর: বহরমপুরের খাগড়া সাধক নরেন ক্ষ্যাপা, স্মৃতি মন্দিরের জগদ্ধাত্রী পুজো এবার দুই বছরে পদর্পণ করলো
সাধক নরেন ক্ষ্যাপা স্মৃতি মন্দির বহরমপুরের খাগড়া এলাকায় দু'বছর জগদ্ধাত্রী পুজো সপ্তমী অষ্টমী নবমী আজ অষ্টমী আজকের দিনেই পুজো হচ্ছে। এই পুজো দিতে স্থানীয় মানুষজন সকলেই তারা পুজো দিতে আসেন এবং সবার জন্য প্রসাদ গ্রহণের ব্যবস্থা থাকে এই পুজো ঘিরে উৎসবে মেতেছেন এলাকাবাসিন্দা থেকে সকলেই