নলহাটি ১: নলহাটির আরপিএফ খালাসিপাড়া এবং সাহেব বাগানে রেলের জায়গায় অবৈধভাবে বসবাসকারীদের উচ্ছেদের নোটিশ
আজ বুধবার ১৮ই জুন বেলা ১টা নাগাদ নহাটি আরপিএফ নলহাটি রেলওয়ে সংলগ্ন এলাকায় খালাসীপাড়া এবং সাহেব বাগানে যারা অবৈধভাবে দীর্ঘদিন ধরে বসবাস করছে তাদেরকে উচ্ছেদের সময় সীমা বেঁধে দিল এবং উচ্ছেদের নোটিশ টাঙ্গালো। নলহাটি আরপিএফ পোস্ট এর আধিকারিক সূত্রে জানা গেছে নলহাটির এক ব্যক্তি ঊর্ধ্বতন রেলওয়ে আধিকারিক কে লিখিত অভিযোগ করেন এই এলাকায় কয়লা চুরি র আর এই অভিযোগের ভিত্তিতে আজ রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটি টিম আসেন যাচাই করার জন্য।