নলহাটি ১: নলহাটি স্টেশনের শেষে করা হয়েছে বাগান, যাত্রীদের সমস্যা নিয়ে স্টেশন ম্যানেজারকে অভিযোগ জানাল নলহাটি ব্যবসায়িক সমিতি
আজ সোমবার বেলা বারোটা নাগাদ নলহাটি ব্যবসায়িক সমিতির পক্ষ থেকে নলহাটি রেলওয়ে স্টেশন ম্যানেজার কে যাত্রীদের সুবিধার্থে মৌখিকভাবে অভিযোগ জানালো। তাদের অভিযোগ রেল যাত্রীরা নলহাটি র দুই নম্বর প্লাটফর্মে রেল যাত্রীদের সমস্যার সম্মুখীন হচ্ছে ইদানিং তার কারণ, প্ল্যাটফর্মের শেষের দিকে একটি অস্থায়ীভাবে বাগান তৈরি করেছে যেটা রেল যাত্রীদের সমস্যার মূল কারণ, তার কারণ ইন্টারসিটি এক্সপ্রেস বা অন্য কোনো এক্সপ্রেস গাড়িগুলি যখন দাঁড়ায় নলহাটি প্লাটফর্ম অতটা বড় ন