বড়ঞা: ধর্মীয় অনুভূতিতে আঘাত! বড়ঞায় দেউলে বিজেপি নেতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল
ধর্মীয় ভাবাবেগে আঘাত ও শিবমন্দিরের মর্যাদা ক্ষুণ্ণ করার অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছে মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের দেউল মন্দিরে ভক্তরা। অভিযোগ, গত ২২শে নভেম্বর ডাকবাংলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপি নেতা জালালুদ্দিন সেখ মঞ্চ থেকে দেউল শিবমন্দিরকে উদ্দেশ্য করে অবমাননাকর মন্তব্য করেন। সেই মন্তব্য ঘিরেই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনার প্রতিবাদে সোমবার দেউল মন্দির কমিটির উদ্যোগে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সভা করা হয়।