রানাঘাট ২: শারদ উৎসবের প্রাক্কালে রানাঘাট থানার পুলিশ কর্মীদের উদ্যোগে আয়োজিত হলো রক্ত ও বস্ত্রদান শিবির
উৎসবের মরসুমে যাতে হাসপাতাল গুলিতে রক্তের সংকট তৈরি না হয়, তার জন্য উদ্যোগী হলো রানাঘাট জেলা পুলিশ। আর তারই অঙ্গ হিসেবে সোমবার রানাঘাট থানায় আয়োজিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। রানাঘাট জেলা পুলিশ এর উদ্যোগে ও রানাঘাট থানার ব্যবস্থাপনায় রানাঘাট থানায় আয়োজিত আয়োজিত এই রক্তদান শিবিরে প্রায় 36 জন পুলিশ কর্মী রক্তদান করেন। পাশাপাশি এদিন শারদ উৎসবের প্রাক্কালে রানাঘাট থানার পুলিশ কর্মীদের উদ্যোগে দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।