রাজগঞ্জ: মেঘভাঙ্গা বৃষ্টি এসে সুখানী ও গাঠিয়া নদী এক জায়গায় মিলে গিয়ে ছাড়টন্ডু পাটোয়ারী পাড়াতে প্রায় ৬৫টি বাড়ি জলমগ্ন হয়েছে
মেঘভাঙ্গা বৃষ্টি এসে সুখানী ও গাঠিয়া নদী এক জায়গায় মিলে গিয়ে ছাড়টন্ডু পাটোয়ারী পাড়াতে প্রায় ৬৫টি বাড়ি জলমগ্ন হয়েছে। প্রত্যেককে উদ্ধার করে ত্রান শিবিরে রাখা হয়েছে। এদিন উদ্ধার কাজে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য মঞ্জুরুল হক এছাড়াও ছিলেন সামি আখতার, রাহুল ইসলাম, সাহিন আলম, আস্রাফুল হক, মস্তিফুল হক সহ অনান্য সমাজসেবীরা। বন্যাদুর্গতদের জন্য পিএইচইর পক্ষ থেকে পানীয় জলের পাউচ পাঠানো হয়েছে।