সীতাই: সিতাই ব্লক INTTUC ইর উদ্যোগে বিশ্বকর্মা পূজা, উপস্থিত ব্লক তৃণমূলের সহ সম্পাদক
সিতাই ব্লক INTTUC ইর উদ্যোগে বিশ্বকর্মা পূজা। বুধবার দুপুর দুটো নাগাদ এই পূজায় উপস্থিত হন সিতাই ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সহ-সম্পাদক অনিমেষ বসুনিয়া ,সিতাই ব্লক INTTUC সভাপতি নরেন বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা। এই পূজা আয়োজিত হয় সিতাই বাস স্ট্যান্ড এলাকায়।