তুফানগঞ্জ ২: কালীপূজার সন্ধ্যায় বক্সিরহাট থানার অন্তর্গত তিনটি ভিন্ন এলাকায় জুয়ার আসলে হানা,আটক ১৪ জন, উদ্ধার ৩৬০০ টাকা বোর্ড মানি
মঙ্গলবার রাতে বক্সিরহাট থানা সূত্রে এই খবর জানানো হয়। এদিন গোপন সূত্রে খবর পেয়ে বকশিরহাট থানার পুলিশ জোরাই, শালডাঙ্গা এবং টাকোয়া মারি এলাকায় অভিযান চলায় পুলিশ। অভিযান চালিয়ে 14 জন কে আটক করে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা শুরু করেছে পুলিশ