মেদিনীপুর: মেদিনীপুর শহরের প্রধান রাস্তার পাশের নিকাশী নালাতে কচ্ছপ! উদ্ধারে ট্রাফিক পুলিশ
মেদিনীপুর শহরের প্রধান রাস্তার পাশে থাকা নিকাশি নালা দিয়ে যাচ্ছিল কচ্ছপ। মঙ্গলবার দুপুরে হঠাৎ সেই কচ্ছপকে শহরের গোলকুয়া চক এলাকার নিকাশি-নালাতে দেখতে পান ট্রাফিক পুলিশের কর্মীরা। সেটি বিপদে পড়তে পারে এমন আশঙ্কা করে তাকে উদ্ধার করা হয়। বনদপ্তরের উদ্ধারকারীদের হাতে হস্তান্তরিত করা হয়েছে।