আউশগ্রাম ২: রাস উৎসবে মাতলেন আউশগ্রামের ছোট রামচন্দ্রপুরের বাসিন্দারা, উৎসব উপলক্ষ্যে রাধা মাধবের বিগ্রহকে গ্রাম পরিক্রমা করা হয়
রাস উৎসবে মাতলেন আউশগ্রামের ছোট রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দারা। উৎসব উপলক্ষ্যে বুধবার রাত ৯টা নাগদ রাধা মাধবের বিগ্রহ দুটিকে গ্রাম পরিক্রমা করানো হয়। এই রীতি দীর্ঘদিনের। সেইমতো এদিন নাম সংকীর্তন সহযোগে রাধামাধবকে গ্রাম ঘোরানো হয়। উৎসব উপলক্ষ্যে সেখানে আগামী চারদিন ভীড় জমান দেবশালা ও অমরপুর অঞ্চলের পাশাপাশি কাঁকসা থানার একাংশের বাসিন্দারা। উৎসবের কয়েকদিন বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় উদ্যোগতাদের তরফে। বসে মেলা।