নানুর: কার্তিক পুজো উপলক্ষে গোন্নাসেরান্দী তে স্বেচ্ছায় রক্তদান শিবির
Nanoor, Birbhum | Nov 16, 2025 রক্ত সংকটের সময়ে কীর্ণাহারে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা রক্ত দিয়ে প্রাণ বাঁচিয়েছিলেন নানুরের ধাপধাড়া গোন্নাসেরান্দী গ্রামের এক মহিলার। তখনই তার পরিবার পরিজন ও প্রতিবেশীরা রক্তের প্রয়োজনীয়তা অনুভব করে রক্তদান শিবির আয়োজন করার মনস্থির করেন। সেই মতো কার্তিক পুজা উপলক্ষ্যে রবিবার ওই গ্রামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনায়,কীর্ণাহারে স্পন্দন ফাউন্ডেশনের সহযোগিতায় হয়ে গেল রক্তদান শিবির।যেখানে ৪০জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এমনকি ওই।