রানিতলা এলাকায় আবারও রাতের অন্ধকারে অবৈধভাবে মাটি কেটে পাচারের অভিযোগ সামনে এল। শনিবার সন্ধ্যার দিকে পাবলিক অ্যাপসের ক্যামেরায় ধরা পড়ে মাটি কাটার দৃশ্য। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই এই এলাকায় এক শ্রেণির মাটি মাফিয়া প্রশাসনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে লাগাতার মাটি পাচার করে চলেছে। প্রকাশিত ছবিতে দেখা যায়, সন্ধ্যার পর নির্জন এলাকায় ভারী যন্ত্রের সাহায্যে মাটি কাটা হচ্ছে এবং দ্রুতগতিতে তা পরিবহণ করা হচ্ছে। অভিযোগ, দিনের আলো এড়িয়ে রাতের