রায়গঞ্জ: কন্ট্রাকচুয়াল ব্যাংক এমপ্লয়িজ ইউনিট ফোরামের দ্বিতীয় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো রায়গঞ্জের ক্যারিটাসে
রবিবার কন্ট্রাকচুয়াল ব্যাংক এমপ্লয়িজ ইউনিট ফোরামের দ্বিতীয় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো রায়গঞ্জের ক্যারিটাসে। এদিনের এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন AIUTUC ভাইস প্রেসিডেন্ট স্বপন ঘোষ, অশোক দাস শংকর দাশগুপ্ত সহ বিশিষ্ট । এদিন দুপুরে সাধারণ সম্পাদক গৌরীশংকর দাস বলেন রাজ্য সম্মেলনে তাদের মূল দাবি শ্রমিক স্বার্থ বিরোধী চারটি সম্পদ বাতিল করা সকল কন্টাক্ট কর্মীদের স্থায়ীকরণ রাজ্য সরকারের মিনিমাম ওয়েজ বৃদ্ধিসহ বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করেন।