আলিপুরদুয়ার ১: জমি নিয়ে বিবাদে চরম উত্তেজনা গারাজ্যোতে,ঘটনাস্থলে শতাধিক পুলিশ,বিভিন্ন থানার IC,OC
পুরোনো জমি বিবাদ আবার নতুন করে মাথা চাড়া দিয়ে উঠলো আলিপুরদুয়ার -১ ব্লকের পূর্ব কাঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের গারাজ্যোত এলাকায়।কয়েক বছর থেকে ওই এলাকায় জমি বিবাদ চলছে।ওই এলাকায় সরকারি জমি যেমন রয়েছে তেমনই স্থানীয় কিছু বাসিন্দাদের জমি নিয়েও বিবাদ রয়েছে।জমি দখলকে কেন্দ্র করে আগে কয়েকবার ওই চত্বরে উত্তেজনা ছড়িয়েছে।পরিস্থিতি ঠিক রাখতে পুলিশের পিকেটিং ছিল কয়েক মাস।সোমবার দুর্গাপুজোর মাঝে আবার জমি বিবাদ দেখা যায়।