গঙ্গারামপুর: দুর্গা পুজোর সামনে সোনার দোকানের ঝাপ ভেঙে চুরি,মাথায় হাত দোকান মালিকের, গঙ্গারামপুর থানার মহারাজপুর বাজারের ঘটনা
পুজোর সামনে সোনার দোকানের ঝাপ ভেঙে চুরি,মাথায় হাত দোকান মালিকের।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার মহারাজপুর বাজারের ঘটনায়।ঘটনায় গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দোকান মালিকের। জানা গিয়েছে, গঙ্গারামপুরের মহারাজপুর বাজারে কানাই সরকারের একটি সোনার দোকান রয়েছে, অভিযোগ,প্রতিদিনের মতো গতকাল রাত্রে দোকান বন্ধ করে বাড়িতে গিয়েছিলেন ওই দোকান মালিক।