চোপড়া: একদিনের টানা বৃষ্টিতেই জল দাঁড়িয়ে গিয়েছে রাস্তার ওপর আর এই সমস্যায় দুর্ভোগ পোহাতে হচ্ছে কুলাগাও গ্রামের বাসিন্দাদের
শুক্রবারের একদিনের টানা বৃষ্টিতেই জল দাঁড়িয়ে গিয়েছে রাস্তার ওপর। আর এই সমস্যায় দুর্ভোগ পোহাতে হচ্ছে চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের কুলাগাঁও গ্রামের স্থানীয় বাসিন্দাদের। মূলত নিকাশী নালার অভাবকেই এই সমস্যার মূল কারণ হিসেবে দুষছেন গ্রামবাসীরা। স্থানীয়দের অভিযোগ, এলাকায় একটি নিকাশী নালার একান্ত প্রয়োজন ছিল, যা বৃষ্টির জল দ্রুত বার করে দিতে পারত। কিন্তু সরকারি অর্থ অপচয় করে নিকাশী নালার পরিবর্তে রাস্তা উঁচু করার কাজ করা হয়েছে। গ্রামবাসীদের দাবি,