খোয়াই: খোয়াই কংগ্রেস ভবনে এবং লাল ছড়া ইন্দিরা মূর্তির পাদদেশে ইন্দিরা গান্ধীর শহীদ দিবস পালিত
Khowai, Khowai | Oct 31, 2025 খোয়াই কংগ্রেস ভবনে এবং লাল ছড়া ইন্দিরা মূর্তির পাদদেশে ইন্দিরা গান্ধীর শহীদ দিবস পালিত   এদিন প্রথমেই সকাল সাড়ে আটটা নাগাদ খোয়াই কংগ্রেস ভবনে ওনার প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত কংগ্রেসের নেতৃত্বরা। এর পরবর্তীতে লালছড়া স্হিত মূর্তির পাদদেশে উনার শহীদ দিবসকে সামনে রেখে এক শহীদ স্মরণ অনুষ্ঠানে আয়োজন করা হয়।