নলহাটি ২: বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে আসছেন অনুব্রত মণ্ডল, সেই উপলক্ষে বাঁধখালা গ্রামে তৃণমূলের দলীয় কর্মীদের নিয়ে বৈঠকে আহ্বায়ক
১২ই অক্টোবর রবিবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ নলহাটি দুই নম্বর ব্লকের বাঁধখালা গ্রামে অনুষ্ঠিত হয় তৃনমূলের বৈঠক। আগামী ১৪ই অক্টোবর লোহাপুরে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে আসছেন বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল।সেই উপলক্ষে বাঁধখালা গ্রামে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করলেন ব্লকের ফাইভ ম্যান কমিটির সদস্য ও দলের আহ্বায়ক রেজাউল হক সহ আরো অনান্য নেতৃত্বরা।