পান্ডুয়া: দশ জন কুমারী পূজিত হল মান্দারণ দক্ষিণপাড়া বারোয়ারি দুর্গাপূজোয়
দশ জন কুমারী পূজিত হল মান্দারণ দক্ষিণপাড়া বারোয়ারি দুর্গাপূজায়। পুজো শেষে আজ বুধবার বেলা তিনটে নাগাদ পূজা কমিটির কার্যকর্তারা জানান এ বছর পান্ডুয়ার খন্যান ইটাচুনার মান্দারণ দক্ষিণপাড়া বারোয়ারির দুর্গাপুজো এ বছর ১৫৩ তম বর্ষে পদার্পণ করল। মান্দারণ দক্ষিণপাড়া বারোয়ারির পক্ষ থেকে প্রতি বছর মহা ধুমধামে পালিত হয় এই দুর্গাপুজো। পুজো উপলক্ষে থাকেন নাচ গান নাটক যাত্রা সহ নারায়ণ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও সারা বছর নানান সামাজিক কার্যকলাপ করে থাকে মান্দার