সন্দেশখালি ১: গতকালের পর ফের আজ ভাঙ্গিপাড়া এলাকায় আসলেন সিবিআই এর আধিকারিরা
গতকালের পর ফের শুক্রবার দুপুর দুটো নাগাদ ভাঙ্গিপাড়া এলাকায় আসলেন সিবিআই এর আধিকারিরা ২০১৯ সালে ৮ই জুন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে নিহত হতে হয়েছিল সন্দেশখালীর ভাঙ্গিপাড়া এলাকার তিন বিজেপি কর্মীদের। সম্প্রতি গত কয়েক মাস আগে এই খুনের ঘটনার তদন্তের ভার বায় সিবিআই। সেই ঘটনার তদন্ত করতে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ভাঙ্গিপাড়া এলাকায় আসেন সিবিআই এর আধিকারিকরা। গতকালের পাশাপাশি আজ শুক্রবার আবার ওই এলাকায় আসেন সিবিআই এর আধিকারিকরা। ওই এলাকায় এসে খুনের ঘটন