ইটাহার: ছেলেকে সঙ্গে নিয়ে নিজের চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পথে ইটাহারের বালিয়াপাড়া এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু বাবার
ছেলের সঙ্গে নিয়ে নিজের ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার সময় ডিভাইডারে ধাক্কা বাইকের। পথ দুর্ঘটনায় মৃত্যু বাবার। শনিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ইটাহারের বালিয়াপাড়া চ্যাংছিড়া ব্রীজ সংলগ্ন এলাকায়। মৃতের নাম নজিবুর রহমান(৬৫)। বাড়ি হরিরামপুর থানার খিরপুকুর গ্রামে। পুলিশ দেহ উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর ইটাহারের পুলিশ মৃত দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যালে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।