রায়গঞ্জ: রায়গঞ্জে প্রায় এক কুইন্টাল নিষিদ্ধ বাজি উদ্ধার করলো রায়গঞ্জ থানার পুলিশ, আটক দুই
সোমবার রাতে রায়গঞ্জ থানার পুলিশের অভিযানে শহরের দেবীনগর ও লক্ষনীয়া এলাকা থেকে প্রায় এক কুইন্টাল নিষিদ্ধ বাজি উদ্ধার হয়। এদিন রাতে পুলিশ দু'জনকে আটক করে। কালীপুজোর আগেই বৈধ লাইসেন্স ছাড়া শব্দবাজি মজুদ ও পাচারের কাজকর্ম চলে,গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া বাজির মধ্যে রয়েছে চকলেট বোমা, লঙ্কা পটকা সহ বিভিন্ন শব্দবাজি।