মাথাভাঙা ২: পারাডুবি সংলগ্ন এলাকায় উজানিয়া উৎসব নিয়ে বৈঠক অনুষ্ঠিত
মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের পারাডুবি সংলগ্ন এলাকায় উজানিয়া উৎসব নিয়ে বৈঠক অনুষ্ঠিত হল শুক্রবার সন্ধ্যা সাতটা তিরিশ নাগাদ।এদিনের বৈঠকে কমিটি গঠন সহ অনুষ্ঠান কে সবরকম ভাবে সফল করতে নানা বিষয়ে আলোচনা হয় বলে আয়োজক কমিটির সূত্রে জানা গেছে। উজানিয়া উৎসব কমিটির মূখ্য উপদেষ্টা মহেশ রায় জানান ১১ তম বার্ষিক এই উৎসব পরিচালনার জন্য ৩০ জনের এক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।সম্পাদক মনোনীত হন রাজ বর্মন,সভাপতি জয়ন্ত বর্মন ও কোষাধ্যক্ষ ঈশ্বর বর্মন মনোনীত হন।সর্বসম