পূর্বস্থলী ১: মধ্য শ্রীরামপুর এলাকায় রাস উৎসব উপলক্ষে বড়মা পুজো কমিটির উদ্যোগে জগধাত্রী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির বিডিও
পূর্বস্থলী এক ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত মধ্য শ্রীরামপুর বড়মা পুজো কমিটির রাস পুজোর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো. উপস্থিত ছিলেন বিডিও অনন্যা বিশ্বাস, পঞ্চায়েত সমিতি সভাপতি দিলীপ মল্লিক, পঞ্চায়েত প্রধান রীতা দেবনাথ, উপপ্রধান স্বপন ঘোষ সহ আরো অনেকে. এ বছর এই পুজো তৃতীয় বর্ষে পদার্পণ করল.