আউশগ্রাম ২: আউশগ্রামের শ্যামসুন্দরপুরে আউশগ্রাম-২ ব্লক তৃণমূলের সভাপতি শেখ আব্দুল লালন সহ বাকি পদাধিকারীদের সম্বর্ধনা দেওয়া হল
আউশগ্রামের শ্যামসুন্দরপুরে মঙ্গলবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ আউশগ্রাম-২ ব্লক তৃণমূলের সভাপতি শেখ আব্দুল লালন সহ অনান্য পদাধিকারীদের সম্বর্ধনা দেওয়া হল। তৃণমূলের সংখ্যালঘু সেলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রসঙ্গত, পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের ব্লকস্তরের শনিবার সাংগঠনিক রদবদল হয়। তাতে আউশগ্রাম-২ ব্লক তৃণমূলের পুনরায় সভাপতি করা হয় শেখ আব্দুল লালনকে। সুমন ঘোষকে ব্লক যুব তৃণমূলের সভাপতি ও দেবজ্যোতি কোনারকে সহসভাপতি করা হয়।