ময়ূরেশ্বর ১: SBI গ্রাহকদের সচেতন করতে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সাথে নঈসুভা সচেতনতা শিবির করল মল্লারপুরে
ব্যাঙ্ক গ্রাহকদের বিভিন্ন রকম সচেতন সহ ব্যাঙ্কের বিভিন্ন রকম পরিষেবা সম্বন্ধে অবগত করতে বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হলো বীরভূমের ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের অন্তর্গত মল্লারপুর ও কামরাঘাটে। উল্লেখ্য আজ দুপুরে ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের অন্তর্গত মল্লারপুর ও কামরাঘাট স্টেট ব্যাংকের আধিকারিক সহ ওই এলাকার CSP সেন্টারের পরিচালক ও স্টেট ব্যাংকের একাধিক কর্তাদের উপস্থিতিতে এলাকার শতাধিক গ্রাহক এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন ।