কাশীপুর: সিমলা ধানেড়া, কাশীপুর ও সোনাইজুড়ি অঞ্চলের ১৫ টি ক্লাবের হাতে ফুটবল ও খেলার সরঞ্জাম দিলেন হুড়া প্রধান
কাশীপুর ব্লকের কাশীপুর মন্ডল 5 সিমলা ধানেড়া অঞ্চল, কাশীপুর অঞ্চল ও সোনাইজুড়ি অঞ্চলের ১৫ টি ক্লাবের হাতে ফুটবল ও খেলার সরঞ্জাম তুলে দিলেন বিজেপি নেতা তথা হুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্দীপ সিং সর্দার। বুধবার বিকাল সাড়ে পাঁচটার সময় ক্লাবের ছেলেদের হাতে ফুটবল ও খেলার সরঞ্জাম তুলে দেন প্রধান সন্দীপ সিং সর্দার। এছাড়াও এইদিন উপস্থিত ছিলেন বিজেপির জেলা সহ সভাপতি ফাল্গুনি চ্যাটার্জি, মন্ডল সভাপতি অনন্ত বাউরী সহ অন্যান্য নেতৃত্ব। আজকের প্রতিবেদনে সেই চিত্রই তুলে