হরিহরপাড়া: বিস্ফোরণে মৃত পাঁচ শ্রমিকের কফিনবন্দি দেহ পৌঁছাতেই শোকের ছায়া হরিহরপাড়া সহ পাঁচ পীরতলা গ্রামে
বিস্ফোরণে মৃত পাঁচ শ্রমিকের কফিনবন্দি দেহ পৌঁছাতেই শোকের ছায়া হরিহরপাড়া সহ পাঁচ পীরতলা গ্রামে বিস্ফোরণে প্রাণ হারানো পাঁচ পরিযায়ী শ্রমিকের কফিনবন্দি দেহ ফিরল মুর্শিদাবাদের গ্রামবাংলায়। বহরমপুরের নগড়াজাল, পাঁচপিরতলা ও হরিহরপাড়ার খিদিরপুর — এই দুই গ্রামে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিজন থেকে শুরু করে স্থানীয় মানুষজন। ঘটনাটি ঘটেছিল কয়েক দিন আগে বেঙ্গালুরুতে, সিলিন্ডার বিস্ফোরণের জেরে ৭ শ্রমিকের মৃত্যু হয় আগুনে পুড়ে তার মধ্যে পাঁচ শ্রমিকের দেহ ফি