ক্যানিং ১: স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় ক্যানিংয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃতার নাম আশা হালদার(৩২)। ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের ধলিরবাটি এলাকায়। তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসার পর মৃত্যু হয় তাঁর। শনিবার রাতের ঘটনায়। এই ঘটনায় রবিবার দুপুরে ক্যানিং থানায় মৃতার পরিবারের সদস্যরা আশার স্বামী চিরঞ্জিত হালদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁদের দাবি, চিরঞ্জিতই শ্বাসরোধ করে খুন করেছে আশাকে। তার বিবাহ বহির্ভূত সম্পর্কের