চন্দ্রকোনা ২: সাপুড়েদের সাপের কামড়ে গুরুতর অবস্থায় ভর্তি হাসপাতালে এলাকার যুবক, চন্দ্রকোনা থানার ঘটনা
বাড়ি বাড়ি সাপ নিয়ে খেলাতে গিয়ে সাপুড়েদের কেরামতি!সাপের কামড় খেলো এক ব্যক্তি, অবশেষে গ্রামের মানুষজন সাপুড়ে ও সাপ নিয়ে আহত ব্যক্তিকে নিয়ে সোজা হাসপাতালে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের কর্মী থেকে শুরু করে পুলিশ।পুলিশ আটক করে নিয়ে যায় সাপুড়েদের।সাপুড়েদের থেকে বনদপ্তর উদ্ধার করে সাপটিকে।