বালি-জগাছা: রাজ্যজুড়ে বিজেপির সি এ এ ক্যাম কে কটাক্ষ মন্ত্রী অরূপ রাযের
রাজ্যজুড়ে বিজেপির সি এ এ ক্যাম্প কে কটাক্ষ মন্ত্রী অরূপ রায়ের। রাজ্যে চলছে এস এই আর এর কাজ। এরই মাঝে বিজেপি চালু করল সি এ এ ক্যাম্প। বিজেপি হাওড়া জেলা সদর দপ্তরে নাগরিকত্ব আবেদন শিবির চালু করলো আজ থেকে। সেখানে সাংবাদিক সম্মেলন করে জানানো হলো এই শিবিরের বিষয়ে। দলের জেলা সদর সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্যের অনুমতিক্রমে সাংবাদিক সম্মেলনে জেলা সদর সহসভাপতি সুজয় পালিত বলেন,