বোলপুর-শ্রীনিকেতন: চেন্নাইয়ে কাজ করতে গিয়ে কানপুরে রহস্যমৃত্যু বীরভূমের পরিযায়ী শ্রমিক প্রতীকের,খুনের অভিযোগ পরিবারের
বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু উত্তরপ্রদেশে। কানপুরে রেল লাইনের ধার থেকে উদ্ধার হল বীরভূমের বাসিন্দা প্রতীক হেমরমের দেহ। তাঁর দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। যার জেরে অনুমান করা হচ্ছে কেউ বা কারা তাঁকে পিটিয়ে খুন করেছে।বীরভূমের পারুই থানার কসবা অঞ্চলের দামোদরপুর গ্রামের বাসিন্দা প্রতীক। একবছর আগে চামড়ার কারখানায় শ্রমিকের কাজ নিয়ে চেন্নাই গিয়েছিলেন তিনি। পরিবারের দাবি অনুযায়ী, শেষবার প্রতীকের সঙ্গে কথা হয়েছিল গত ২২ অক্টোবর। সেদিন তাঁর কথাবার্ত