দিনহাটা ২: শুকারুর কুঠি বালাটারি তে আয়োজিত ইসলামিক ধর্মীয় জলসা
শুকারুর কুঠি বালাটারি তে আয়োজিত ইসলামিক ধর্মীয় জলসা। শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ এই ইসলামিক ধর্মীয় জলসা আয়োজিত হয়। উপস্থিত ছিলেন শুকারুর কুঠি গ্রাম পঞ্চায়েত প্রধান ভারতি সেন, শুকারুর কুঠি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সেকেন্দার আলী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।