তেহট্ট ১: তেহট্টের পুরানো SDO অফিসে বুদ্ধদেব ভট্টাচার্যের নামাঙ্কিত ফলক ভাঙার প্রতিবাদে CPIM এর নেতৃত্ব
তেহট্ট পুরানো SDO অফিসে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নামাঙ্কিত ফলক ভেঙে ফেলার বিষয়ে, মঙ্গলবার সন্ধ্যা ছয়টার সময় সিপিআইএমে নদীয়া জেলা কমিটির সদস্য সুবোধ বিশ্বাস,তেহট্টে দাঁড়িয়ে জানালেন,তেহট্ট পুরানো SDO অফিসে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নামাঙ্কিত ভাঙা ভিত্তি প্রস্তর পুনরায় স্থাপনের এক সপ্তাহ সময় দেওয়া হল।