নানুর: পাঁকুড়হাস গ্ৰামে প্রতিমা নিরঞ্জনের একদিন পর এক যুবকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য নানুরে!
নানুরের পাঁকুড়হাস গ্ৰামে দূর্গা পুজোর প্রতিমা নিরঞ্জনের রাতে ধস্তাধস্তি ও হাতাহাতি জেরে ওই গ্ৰামেরই এক যুবকের একদিন পরে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।জানা গেছে, মৃত যুবক বছর (১৯) অভিজিৎ মেটে গত ভোর রাতে প্রতিমা নিরঞ্জন করে বাড়ি ফেরার পর অসুস্থতা বোধ করলে প্রথমে নানুর ব্লক প্রাথমিক হাসপাতাল ও পরে সেখান থেকে বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে নিয়ে যাওয়ার পরেই তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।