নলহাটি ২: চেন্নাইয়ের রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে ফের মৃত্যু হল লোহাপুরের এক শ্রমিকের
ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যু চেন্নাই গিয়ে। মৃত পরিযায়ী শ্রমিকের নাম আতিকুল শেখ।২২ শে অক্টোবর বুধবার সকাল সাতটা নাগাদ ময়নাতদন্তের পর তার দেহ আনা হলো নলহাটি দুই নম্বর ব্লকের লোহাপুরের রানহা গ্রামে তার বাড়িতে।চেন্নাইয়ে সে রাজমিস্ত্রির কাজ করত।জানা যায় সংসারের অভাব অনটন দূর করার জন্য রাজ্য ছেড়ে ভিন রাজ্যের শ্রমিকের কাজে গিয়েছিলেন।সেখানে অর্থ রোজগার করে পরিবারকে সুখে রাখবে। খবর আসতেই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।