সম্প্রতি জেলায় সমাপ্ত হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির. খড়গপুর আয়োজিত হয়েছিল এই পাড়ায় সমাধান শিবির. শিবিরে জমা পড়েছিল একাধিক আবেদন. সাধারণ মানুষের সমস্যার সমাধানের আবেদনের ভিত্তিতে এবার কাজ শুরু করল খড়গপুর পৌরসভা. খড়গপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে শুরু হয়েছে ঢালাই রাস্তা তৈরির কাজ. এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তার. সাধারণ মানুষের আবেদনে সাড়া দিয়ে এবার শুরু হলো কাজ.