খোয়াই: সুভাষ পার্ক বাজার ব্যবসায়ী সমিতির প্রতিমা নিরঞ্জন; ব্যাপক উৎসাহ উদ্দীপনা ব্যবসায়িকদের মধ্যে
Khowai, Khowai | Oct 3, 2025 সুভাষ পার্ক বাজার ব্যবসায়ী সমিতির প্রতিমা নিরঞ্জন; ব্যাপক উৎসাহ উদ্দীপনা ব্যবসায়িকদের মধ্যে উল্লেখ থাকে, আজ দুপুর দুইটা নাগাদ সুভাষ পার্ক বাজার ব্যবসায়ী সমিতির এবছরের দুর্গাপূজার দুর্গা প্রতিমা নিরঞ্জন করার লক্ষ্যে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। যাকে কেন্দ্র করে বাজার ব্যবসায়ী থেকে শুরু করে সকলের মধ্যে উৎস উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে।