বালুরঘাট: বালুরঘাটে একটি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শারদ সংবর্ধনা ও কৃতিদের সম্মান জানানো হল, উপস্থিত CMOH
রবিবার সন্ধ্যায় সাড়ে ছয়টায় বালুরঘাটের নাট্যতীর্থ মন্মথ মঞ্চে ইবেনেজার গ্রুপ অফ ইনস্টিটিউশন ব্যাঙ্গালোরের বালুরঘাট শাখার তরফে শারদ সংবর্ধনা আয়োজন করা হয়। এই দিনের অনুষ্ঠানে প্রতিবছরের মতো এবারও দক্ষিণ দিনাজপুর জেলা থেকে রাজ্যস্তরে এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশাপাশি জেলার বিভিন্ন স্কুলের প্রথম স্থানাধিকারীদের এবং স্কুলের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকাদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়।