বরাবাজার: রানসি গ্রামের মেয়ে বাসন্তীর জয়ে উল্লসিত হয়ে বরাবাজার থেকে প্রতিক্রিয়া তৃণমূল নেতা ও বিজেপি নেতার
আর চারি প্রিমিয়ার লিগে প্রথম সিজিন অনুষ্ঠিত হলো দিল্লির যমুনা স্পোর্টস কমপ্লেক্সে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ছটি দল অংশগ্রহণ করে এই লীগে । চ্যাম্পিয়ন হয় রাজপুতানা রয়ালস। সেই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল বরাবাজারের রানসি গ্রামের মেয়ে বাসন্তী মাহাতো। তার এই জয়ে বরাবাজার সহ সারা জেলা উচ্ছ্বসিত। সোমবার রাত আটটা নাগাদ তার এই জয় উল্লসিত হয়ে প্রতিক্রিয়া জানালেন বরাবাজার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ মাহাতো, বিজেপি নেতা সঞ্জয় মাহাতো।