মুরারই ১: খবরের জেরে বেহাল নলকূপের হল মেরামতি, মিটলো পানীয় জলের সমস্যা
খবরের জেরে বেহাল নলকূপের হল মেরামতি। মিটলো পানীয় জলের সমস্যা। গত ২১ নভেম্বর রাজগ্রাম পঞ্চায়েতের কুমরপাড়া এলাকার বেহাল একটি নলকূপের খবর তুলে ধরা হয় পাবলিক অ্যাপ এর ক্যামেরায়। এরপরই রাজগ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গতকাল নলকূপটির মেরামতি করা হয়।এদিন ২৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুরের দিকে, কুমোর পাড়ার বাসিন্দার কাছ থেকে এমনটাই জানা গিয়েছে।