ময়না: শুভেন্দু অধিকারী তীব্র সমালোচনা করে রানিসাগর মোড় থেকে তৃণমূল কংগ্রেসের পদযাত্রা ও পথসভার আয়োজন উপস্থিত জেলা সভাপতি
কেন্দ্রীয় বিজেপি সরকারের পশ্চিমবঙ্গকে আর্থিক বঞ্চনা বাঙালি ও বাংলা ভাষাকে লাগাতার অপমান করার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের নন্দকুমারী রানিসাগর মোড় থেকে বাজার পর্যন্ত পদযাত্রা পথসভার আয়োজন করা হয় এইসব উপস্থিত ছিলেন মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী,নন্দকুমারের বিধায়ক সুকুমার দে বিধায় তিলক কুমার চক্রবর্তী বিধায়ক উত্তম কুমার বারিক বিধায়কডক্টর সৌমেন কুমার মহাপাত্র জেলা সভাপতি সুজিত কুমার রায় সহ অন্যান্য নেতৃত্বরা