বর্ধমান ১: জামালপুর থানার মাঠনসিপুর গ্রামের মাঠে লঙ্কা খেতে কীটনাশক স্প্রে করার সময় হঠাৎ বজ্রাঘাতে মৃত্যু হল এক চাষীর
জামালপুর থানার মাঠনসিপুর গ্রামের মাঠে লঙ্কা খেতে কীটনাশক স্প্রে করার সময় হঠাৎ বজ্রাঘাতে মৃত্যু হল এক চাষীর। মৃতের নাম হাফিজুল মল্লিক(৪১) জামালপুর থানার মাঠনসিপুর গ্রামে তার বাড়ি। গতকাল বুধবার বিকেল চারটেয় লঙ্কা খেতে কীটনাশক দেওয়ার সময় হঠাৎ বজ্রপাত ঘটে আর সেই বজ্রাপাতে তিনি গুরুতর জখম হয়ে পড়েন মাঠে থাকা অন্যান্য চাষিরা তাকে উদ্ধার করে জামালপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।