কান্দি: বিজয়া দশমীর সিঁদুর খেলা, আবেগে ভাসলো কান্দির মানুষ
বিজয়া দশমীর সিঁদুর খেলা, আবেগে ভাসলো কান্দির মানুষ বৃহস্পতিবার সকাল থেকেই মুর্শিদাবাদ জেলার কান্দি মহাকুমার বিভিন্ন দুর্গা মণ্ডপে শুরু হয় বিজয়া দশমীর সিঁদুর খেলা। কান্দির রূপপুর কালী বাড়িতে শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ঢাকের তালে মেতে ওঠেন মহিলারা। পরস্পরের কপাল ও গালে সিঁদুর পরিয়ে একে অপরের মঙ্গল কামনা করেন তাঁরা। দশমীর এই বিশেষ মুহূর্তে যেন ধরা দিল আনন্দ আর বেদনার মিশেল—একদিকে দেবী দুর্গাকে বিদায় জানানোর বেদনা, অন্যদিকে আগামী বছরের নতুন প্রত্যাশা। মা উ