কুলতলি: একাধিক প্রশাসনিক আধিকারিক এর উপস্থিতিতে কুলতলিতে মুরগি পালক দের হাতে মুরগির বাচ্চা প্রদান
কুলতলী পঞ্চায়েত সমিতির অর্থানুকুল্লে কুলতলী ব্লকের শতাধিক মুরগি পালকদের হাতে মুরগির বাচ্চা তুলে দিনের ব্লক উন্নয়ন আধিকারিক সহ কুলতলি ব্লক প্রাণিসম্পদ উন্নয়ন আধিকারিক সহ একাধিক কর্মাধ্যক্ষ । এ বিষয় নিয়ে কি জানালেন শুনুন।