অমরপুর: অমরপুরের সিপিআইএমের ছাত্র ও যুব সংগঠনের উদ্যোগে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়
Amarpur, Gomati | Sep 15, 2025 অমরপুর ছাত্র যুবদের উদ্যোগে মিছিল ও পথসভা। স্কুলে শিক্ষক নেই — হাসপাতালে ডাক্তার-নার্স নেই। বিজেপি সরকার ব্যস্ত মদের দোকান, বার, নাইট ক্লাব খুলতে, কার স্বার্থে, নেশা নয় — চাই শিক্ষা ও কাজ খাদ্য, নাইট ক্লাব নয় — চাই সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা। স্লোগান গুলি সামনে রেখে সিপিআইএমের চারটি ছাত্র যুব সংগঠন মিছিল ও সভা করে।