পান্ডুয়া: স্বপ্নাদেশে নদীর জলে পেয়েছিল শিলা মূর্তি, ২২ ফুট উচ্চতায় পূজিত হন বৈচিগ্রামের "বড়মা"
Pandua, Hooghly | Oct 19, 2025 স্বপ্নাদেশে নদীর জলে পেয়েছিল শিলা মূর্তি, ২২ ফুট উচ্চতায় পূজিত হন বৈচিগ্রামের "বড়মা"। উত্তর ২৪ পরগনা নৈহাটির বড়মার খ্যাতি রয়েছে জগৎজোড়া। ঠিক তেমনি হুগলির বৈঁচিগ্রাম উত্তরপাড়ায় আনুমানিক ৫০০ বছর ধরে পুজো হয়ে আসছে 'বড়মা' কালীর। এখানে মায়ের উচ্চতা ২২ ফুট। লক্ষ্মী পুজোর দিন দেবীর কাঠামো পুজো হয়। তারপর শুরু হয় মূর্তি গড়ার কাজ। দেড়কাহন খড়, ৩০ বস্তা এঁটেল মাটি ও ১৫ বস্তা গঙ্গা মাটিতে তৈরি হয় বড়মার মূর্তি,,,