কাকদ্বীপ: ধাক্কা মৃত্যু হল এক অজ্ঞাত পরিচয়ের বিদ্ধার কাকদ্বীপ অক্ষয় নগর রেলগেট ঘটনাটি ঘটে
কাকদ্বীপ বিধানসভার কাকদ্বীপ অক্ষয় নগর রেল গেটের কাছে এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধার মৃতদেরকে ঘিরে চাঞ্চল ছড়ায় ঘটনায় খবর পেয়ে রেল পুলিশ আসেন তবে কি কারনে এই ঘটনা ফলে এসে পৌঁছায় রেল পুলিশের আধিকারিকরা ট্রেনটি কাকদ্বীপের দিক থেকে নামখানা দিকে যাচ্ছিল তখনই এই দুর্ঘটনায় ঘটে।