রামপুরহাট ২: দুনিগ্রাম নিম্ন বুনিয়াদী বিদ্যালয় বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী ও আবক্ষ মূর্তি উন্মোচন
শুক্রবার দুপুর বারোটা নাগাদ দূনিগ্রাম নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৬তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এদিন বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ড. নিখিল কুমার সিনহা। শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় মানুষদের অংশগ্রহণে অনুষ্ঠানটি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।