বর্ধমান ১: খাঁপাড়া গ্রামে চোলাই সহ দুই যুবককে গ্রেপ্তার করলো গলসি থানার পুলিশ,উদ্ধার ৩০ লিটার চোলাই
ধৃতদের নাম সোমনাথ সাম ওরফে ননি ও বাপন বাগদি ওরফে উত্তম। গলসি থানার রাকোনা ও খাঁপাড়ায় ধৃতদের বাড়ি। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় খাঁপাড়া গ্রামে বড়পুলের কাছে খোলা জায়গায় চোলাই বিক্রি করছিল। খবর পেয়ে সেখানে হানা দিয়ে পুলিশ তাদের ধরে। ধৃতদের কাছ থেকে তিনটি জ্যারিকেনে মজুত করে রাখা ৩০ লিটার চোলাই উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি। ধৃতদের বুধবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। মাসে একদিন তদন্তকারী অফিসারের কাছে হাজিরার শর্তে জামিন মঞ্জুর